শিশু ভর্তির নিয়মাবলি নিম্নরুপ :
১। নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
২। আবেদন ফরমের সাথে শিশুর এক কপি ছবি ও অভিভাবকের এক কপি ছবি জমা দিতে হবে।
৩। শিশুর জন্মনিবন্ধন এক কপি এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র এক কপি জমা দিতে হবে।
৪। ভর্তির ফি বাবদ - ১০০/- টাকা এবং মাসিক চাঁদা- ১০০/- টাকা প্রদান করতে হবে।
শিশু দিবাযত্ন কেন্দ্রের সেবাসমূহ :
* সকাল ৮.৩০ ঘটিকা হতে ৫.০০ ঘটিকা পর্যন্ত রাখা হয়।
* শিশুদের মাতৃস্নেহে লালন-পালন করা।
* অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।
* শিশুদের সকাল, দুপুর ও বিকেলে পুষ্টিকর খাবার প্রদান।
* খেলাধুলা, বিনোদন ও বিশ্রামের সুব্যবস্থা।
* অভিজ্ঞ ডাক্তার দ্বারা নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদান।
ঠিকানা :
শিশু দিবাযত্ন কেন্দ্র
সেবক- ২৩, দাদাপীর রোড, রায়নগর, সিলেট।
ফোন : 0821-713502
মোবাইল নম্বর : 01735790422
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস