Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মহিলা সহায়তা কর্ম সূচির আশ্রয় কেন্দ্রে ভর্তির প্রসেস ম্যাপ
বিস্তারিত

 

নির্যাতিত মহিলা ও শিশুদের আশ্রয়কেন্দ্রের  সুবিধাসমূহ :

 

*      নির্যাতিত অসহায়, দু:স্থ ও আশ্রয়হীন  নারীরা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে তিনি আশ্রয়কেন্দ্রে থেকে মামলা পরিচালনা করতে পারেন।

*      অনুর্ধ্ব   ১২ বছর  বয়সের  দুই বাচ্চাসহ  সর্বেোচ্চ  ০৬ (ছয় ) মাস পর্যন্ত  আশ্রয়কেন্দ্রে থাকতে পারবেন। 

*      আশ্রয়কেন্দ্রে থাকাকালীন সময়ে দক্ষ প্রশিক্ষক দ্বারা সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়।

*      আশ্রিতাদের বিনামূল্যে বাসস্থান, খাদ্য, বস্ত্র, চিকিৎসা  এবং  প্রাথমিক শিক্ষা  প্রদান করা হয়।

আশ্রয় কেন্দ্রে থাকার জন্য প্রয়োজনীয় কাগজপত্র  :

*      ০৩( তিন ) কপি পাসপোর্র্ট সাইজের ছবি (সন্তান থাকলে সন্তানসহ)।

*      ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ/ভোটার আইডি কার্ডের ফটোকপি।

*     মহিলার একজন অভিভাবকের  প্রয়োজন হবে।