প্রতি ০৩ মাস মেয়াদে প্রতি ট্রেডে (১। আধুনিক দর্জি বিজ্ঞান ও এমব্রয়ডারী ২। ক্রিস্টাল শো-পিস ও কারচুপির কাজ ৩। মোমবাতি ও থাই ক্লে শো-পিস তৈরি ৪। ব্লক বাটিক, নকশি কাঁথা, এ্ম্বোস, স্কিন প্রিন্ট ৫। চটের ব্যাগ ও বিভিন্ন উপকরন তৈরি) ২০ জন করে মোট ১০০ জন প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদেরকে দৈনিক যাতায়াত ভাতা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে সার্টিফিকেট প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস